আজ ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেঘনায় মায়ের সাথে গোসলে নেমে শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে মেঘনা নদীতে মায়ের সাথে গোসল করতে নেমে তাওহীদ মিয়া (৯) এক শিশু নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। বুধবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের বাখরনগর বাজারসংলগ্ন মেঘনা নদীর ঘাটে এ নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ শিশু তাওহীদ মিয়া আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামের লিটন মিয়ার ছেলে।
করিমপুর নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন মেঘনা নদীর ওই ঘাটে শিশু তাওহীদকে নিয়ে গোসল করতে আসেন মা রেখা বেগম। বুধবার সকালে প্রতিদিনের মত সাড়ে ১০টার দিকে মা-ছেলে দুজনে ঘাটের সিঁড়িতে দাঁড়িয়ে গোসল করছিলেন। গোসল শেষে পাড়ে উঠার সময় শিশু সন্তান তাওহীদকে দেখতে পাচ্ছিলেন না। এ অবস্থায় মা রেখা বেগম ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে নদীতে ডুব দিয়ে ও জাল ফেলে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। পরে করিমপুর নৌ পুলিশে খবর দেয়। নৌ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যার আগ মূহুর্ত বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোঁজাখোঁজি করেও শিশু তাওহীদকে না পাওয়া গেলে উদ্ধার অভিযান স্থগিত ঘোষণা করেন।

শিশু তাওহীদের মা রেখা বেগম বলেন, আমার ছেলে সাঁতার জানে। মেঘনা নদীতে বন্ধুদের সাথে সে অনেক সাঁতার কেটেছে। কিন্তু আজ নদীর ঘাটে গোসল করতে নামার পর সে তলিয়ে যাওয়ার বিষয়টি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।

করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুল আলম বলেন, আমরা বিকাল ৩টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজন ও নিখোঁজ শিশুর স্বজনদের নিয়ে উদ্ধার অভিযান শুরু করি। কিন্তু দীর্ঘ খোঁজাখোজির পরও নিখোঁজ শিশুর সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আজকের মত অভিযান স্থগিত করা হয়েছে। আগামীকাল সকালে শিশুটির খোঁজে আবার অভিযান শুরু হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ