আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মির্জানগরে আ’লীগ প্রার্থীর টানানো নৌকা পুড়িয়ে ফেলার অভিযোগ

খন্দকার শাহ নেওয়াজ

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো: হুমায়ুন কবির সরকারের নির্বাচনী এলাকায় টানানো নৌকা পুড়িয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। সোমবার সকালে এ ব্যাপারে  রিটার্নিং কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন নৌকা প্রতীকের প্রার্থী হুমায়ুন কবির সরকার।পরে রায়পুরা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সাংবাদিকদের অভিযোগের কপি দেন এবং তা বর্ণনা করেন।

অভিযোগে তিনি জানান, গতকাল রাতে মির্জানগর ইউনিয়নের বাহেরচর পূর্বপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে টানানো নৌকাটি  প্রতিদ্বন্ধি  প্রার্থী মোটরসাইকেল প্রতীকের  ডা: ফরিদ মিয়ার সমর্থকরা পুড়িয়ে  ফেলে।

তিনি আরো জানান, একই রাতে বাহেরচর পশ্চিমপাড়া খানকা মোড়ের টানানো ব্যানারটি উধাও করে নিয়ে যায় তাছাড়া বিভিন্ন স্থানে দেয়ালে দেয়ালে লাগানো পোস্টার ছিড়ে ফেলা হয়েছে। এতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। তিনি কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বণি আমিন খান বলেন, অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ