মকবুল হোসেন
নরসিংদীর মাধবদীতে হৃদয় বাংলা প্রিমিয়ার ফুটবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাধবদী এসপি স্কুল মাঠে হৃদয় বাংলা স্টারস্ এর বিপক্ষে কিংস অব হৃদয় বাংলা দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। এর আগে হৃদয় বাংলা প্রিমিয়ার ফুটবল লীগের আয়োজনে ৬ টি দলের মধ্যে অন্যান্য টিমকে হারিয়ে তারা ফাইনালে উঠার গৌরব অর্জন করে।
হৃদয় বাংলা যুব সংঘের সভাপতি আরাফাত রহমান’র সভাপতিত্বে মাধবদী পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন।
ফাইনাল খেলায় কিংস অব হৃদয় বাংলাকে ২-০ গোলে পরাজিত করে হৃদয় বাংলা স্টারস্ জয় লাভ করে।
খেলা শেষে বিজয়ী ও বিজীত দলের হাতে ট্রফি ও চেক তুলে দেওয়া হয়।
এসময় মাধবদী পৌরসভা ২ নং প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হেলাল উদ্দিন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান,নরসিংদী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজি মোঃ রফিকুল ইসলাম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর ফরিদা ইয়াসমিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।