মকবুল হোসেন মাধবদীঃ
নরসিংদীর মাধবদীতে মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের পরিচালনায় প্রতি মাসের ন্যায় এক বেলা রান্না করা খাবার খাওয়ালো মানবতার হোটেল।
উদ্যোক্তাগণ গত ১০ মে দুপুর ১টায় মাধবদী আলগী তারুনী ভূইয়ার বাড়ি অসহায়, গরীব, পথচারীদের এক বেলা খাবার বিতরণ করেন সেচ্ছাসেবী সংগঠনটি। প্রাথমিকভাবে প্রতি মাসে ১দিন অথবা ২ দিন বিনামূল্যে খাদ্য বিতরণ করবে সংগঠনটি। আয়োজনের ৬ষ্ঠ দিনও এক হাজার মানুষকে খাবার খাওয়ানো হয়। পর্যায়ক্রমে মাধবদী থানার বিভিন্ন এলাকায় মানবতার হোটেলের কার্যক্রম পরিচালনা করবে বলে জানিয়েছেন উদ্যোক্তাগণ।
মানবতার হোটেলের এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবদী সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোহাম্মদ আল আমিন রহমান। মানবতার হোটেলের একবেলা খাবার খাওয়ানোর অনুষ্ঠানে উদ্বোধন করেন মাধবদী শহর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ। এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ আলী, মাধবদী সেচ্ছাসেবী সংগঠন ফোরামের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, ফোরামের সদস্য আহসান হাবীব রোমান, মোঃ আমজাদ হোসেন, রেজাউল করিম রাফি প্রমূখ।