মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে স্কুল খেলার মাঠ দখল করে খড়ের পাড়া ও গরুর বিষ্ঠা(গোবর) জ্বালানি তৈরীর আঁটি শুকানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক ও স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায় নরসিংদী জেলার মাধবদী থানাধীন বথুয়াদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে একাধিক খড়ের পাড়ার পাশাপাশি পুরো মাঠ জুড়ে গোবরের আঁটি ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, করোনাকালীন স্কুল বন্ধ থাকায় এ সুযোগকে কাজে লাগিয়েছে এলাকার প্রভাবশালী দখলবাজরা খড়ের পাড়া ও গোবরের আঁটি শুকানোর নামে বিদ্যালয়ের মাঠ দখল করে নিয়েছে। এতে করে করোনা কালীন সময়ে শিক্ষার্থীরা খেলাধুলার স্থান না পেয়ে মোবাইল গেমসসহ নানাবিধ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছে। প্রধান শিক্ষক এবং কিছু প্রভাবশালীদের এসব কর্মকান্ড নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
তারা আরো জানান খেলার মাঠ টাকার বিনিময়ে ভাড়া দিয়ে,সেই অর্থ পকেটস্থ করে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি এসব কর্মকাণ্ড করে যাচ্ছে। মাঠের পাশ দিয়ে এলাকার যাতায়াতের জন্য একটি সড়ক রয়েছে । প্রভাবশালীরা খেলার মাঠ দখলে নিয়ে এসব করার ফলে শিক্ষার্থীসহ এলাকাবাসীদের চলাচলে ও বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আমরা এলাকাবাসী এসব অনিয়ম ও খেলার মাঠ দখলের কার্যক্রম থেকে পরিত্রান চাই । বিদ্যালয়ের পরিবেশ সুন্দর রাখতে দখলদারদের হাত থেকে বিদ্যালয়ের মাঠ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুবিনা আক্তারের নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন করোনা সংক্রমণ রোধে দীর্ঘদিন ধরে বিদ্যালয় বন্ধ রয়েছে তাছাড়া চরের চারদিকে বর্ষার পানি বেড়ে যাওয়ায় কিছুসংখ্যক লোক জমিদাতার অনুমতিক্রমে বিদ্যালয়ের মাঠে খড়ের পাড়া দিয়েছে।আমরা তাদেরকে এক সপ্তাহের সময় দিয়েছি এর মধ্যে খড়ের পাড়া সরিয়ে না নিলে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।তবে টাকার বিনিময়ে মাঠ ভাড়া দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হাই বলেন, আমার নিকট ও বিষয়টি নিয়ে অনেকেই অভিযোগ করেছে। এব্যাপারে আমি সহ-সভাপতি ও প্রধান শিক্ষিকার সাথে আলাপ করেছি।তারা এক সপ্তাহের মধ্যেই খড়ের পাড়া সরিয়ে নিবেন বলে আশ্বস্ত করেছেন।