মকবুল হোসেন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্নজীবনী সম্বল্লিত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত ‘মুজিব’ একটি জাতির রুপকার চলচ্চিত্রের প্রদর্শনী আজ ১৭ অক্টোবর মঙ্গলবার মাধবদীতে অবস্থিত মমতা সিনেমা হলে নরসিংদী ও মাধবদী শহর আওয়ামী লীগের সৌজন্যে পাঁচশতাধিক নেতা কর্মী নিয়ে চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এসময় নরসিংদী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুজ্জামান কামরুল, নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে মমতা সিনেমা হলে বসে চলচ্চিত্রটি উপভোগ করেন।
উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে
নরসিংদী সদরের আওয়ামীলীগ কর্মী ও তরুণ সমাজের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশের রুপকার জাতির জনক বঙ্গবন্ধু ও তার জীবন সম্পর্কে জানতে এ চলচ্চিত্রটি পরিবার পরিজন নিয়ে প্রেক্ষাগহে গিয়ে দেখার অনুরোধ জানান। সেই সাথে তরুণ যুবকদের বলেন রাজনীতি করার আগে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জানতে হবে, কার হাত ধরে বাংলাদেশের সৃষ্টি সে সম্পর্কে ধারণা থাকতে হবে। মুজিব আদর্শের সৈনিক হতে হলে অবশ্যই মুজিবের আদর্শ সম্পর্কে জানতে হবে। এই চলচ্চিত্রটি দেখলে সে সম্পর্কে ধারণা পাবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সানাউল্লাহ মোল্লা, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানা, মাধবদী থানা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আনিসুর রহমান সোহেল, নরসিংদী শহর আওয়ামী লীগ, মাধবদী থানা ও মাধবদী শহর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।