মাধবদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে ফিরোজ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১১ জুলাই) দিবাগত রাত ১২টায় মাধবদী বাসস্ট্যান্ড সংলগ্ন সোনার বাংলা মার্কেটের বিপরীতে হাজী ফিরোজ সুপার মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ সময় ওই মার্কেটের ৭টি দোকানের মালামাল পুড়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত বারোটার দিকে মার্কেটের জনি ইলেকট্রনিক্স নামে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। এসময় মার্কেটের নৈশপ্রহরীসহ পথচারীরা আগুন দেখতে পায়। ফায়ার সার্ভিসে খবর দিলে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত পৌনে ১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়। এরই ফাঁকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং আরও দোকানে ছড়িয়ে পড়ে। মাধবদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলে কিছু সময়ের মধ্যে পানি সংকটে পড়ে তারা। পরে নরসিংদী ফায়ার সার্ভিসের সহযোগিতা চাইলে নরসিংদী থেকে আসা আরো দুইটি ইউনিট তাদের সাথে যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করতে থাকে। ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট রাত আড়াটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৪টার দিকে আগুন নিভানোর কাজ শেষ করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ততক্ষণে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন।
পুড়ে যাওয়া দোকানগুলো হল- মদিনা ইলেকট্রনিক, সিটি ইলেকট্রনিক, ইলেকট্রনিক বাজার, রাজধানী ইলেকট্রনিক ও আলভী সুইং মেশিন সেন্টারসহ ৭টি দোকান।
মাধবদী ফায়ার স্টেশন কর্মকর্তা খায়রুল আলম বলেন, রাত সাড়ে বারোটার দিকে আগুন লাগার খবর পেয়ে মাধবদী ফায়ার স্টেশনের ২ টি ইউনিট কাজ শুরু করি। অবস্থা বেগতিক দেখে নরসিংদী ফায়ার স্টেশনের সহযোগিতা চাই।পরে ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবুল কালাম আজাদ স্যার সহ নরসিংদী ফায়ার স্টেশনের ২ টি ইউনিট আমাদের সাথে যুক্ত হয়।
দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা করে আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ডাম্পিংয়ের কাজ শেষ হতে ভোর চারটা বেজে যায়। বৈদ্যুতিক শার্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে ও জানান তিনি।