আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মীভূত

হাফিজুর রহমান

নরসিংদীর মাধবদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মালামাল সহ ৫ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতির হয়েছেন ভুক্তভোগী ব্যাবসায়ী মহল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ভোর ৪ টার দিকে মাধবদী বাজার কসাই পট্টিতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষ দর্শীরা বলেন,ভোর চারটার দিকে পোল্ট্রি মোরগ ব্যাবসায়ী পলাশের মালিকানাধীন দোকানে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত পাশ্ববর্তি দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে মাধবদী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কিন্তু ততক্ষণে কয়েক শতাধিক মোরগসহ পোল্ট্রি ব্যাবসায়ী শিমুলের মালিকানাধীন মুরগির দোকান, গরুর গোশতের দোকান, কয়েক লক্ষাধিক টাকার মালামালসহ মুদী দোকানসহ মোট ৫ টি দোকান আগুনে ভস্মীভূত হয়ে যায়। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

মাধবদী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অগ্নিকাণ্ডের ঘটনা শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ