হাফিজুর রহমান
নরসিংদীর সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) বিকেলে ইউনিয়নের আবদুল্লাহ বাজার ইটাখোলা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আতাউর রসুল রানা সভাপতি এবং রাসেল মাহমুদ সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
মহিষাশুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি.এম তালেব হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। সম্মেলনের উদ্বোধন করেন মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী শহর আওয়ামী সভাপতি ও সাবেক মেয়র মোঃ কামরুজ্জামান এবং সাধারণ সম্পাদক ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন দাস মহাদেব।
সম্মেলনে আলোচনা সভা শেষে শেষে মাধবদী থানার আহবায়ক সিরাজুল ইসলাম তিন বছর মেয়াদি কমিটিতে আতাউর রসুল রানাকে সভাপতি এবং রাসেল মাহমুদ কে সাধারণ সম্পাদক হিসেবে কমিটি ঘোষণা করেন।