আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মরজালে ৫শ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

খাসখবর প্রতিবেদক

“এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবেনা” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে নরসিংদীর রায়পুরায় কৃষক সমাবেশ এবং বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারী) দুপুরে উপজেলার মরজাল ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের পক্ষ কৃষক সমাবেশ এবং ৫ শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ তুলে দেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাহমিনা মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ কৃষক-কৃষানী ও সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বক্তেব্যে জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, “আজ আপনাদেরকে অনেক ধরনের বীজ দেওয়া হবে। সেই বীজ নিয়ে আপনার যেটা ভালো লাগে, যেটা আপনার জমিতে লাগালে ভালো ফল হবে সেটা আপনি লাগাবেন। তাহলে আপনার আয়ও বাড়বে, সারা বাংলাদেশের মানুষ ভালো থাকবে। এটা হচ্ছে আমার প্রথম অনুরোধ। আরেকটা হচ্ছে এখন যে ধানের চারা লাগাচ্ছে তার থেকে আরো ভালো কয়েকজাত এসেছে। সেগুলো হলো- বিরি ৮৮, ৮৯, ৯২ ও বঙ্গবন্ধু ১০০। এ চারটি জাতের লাভ কি জানেন? এগুলোতে দ্বিগুণ ফসল মানে দ্বিগুণ লাভ হবে। তাই আপনারা আস্তে আস্তে আগে যেটা বিরি ২৮, ২৯ লাগাতেন, এখন থেকে নতুন গুলো লাগাবেন। তাহলে ফসল ও লাভ দুটিই দিগুন হবে। একটা কথা অনেকে স্বীকার করুক বা না করুক মূলত হচ্ছে আপনারাই আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশের কৃষকরা যদি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকবে। আপনারা যদি ভালো থাকেন, তাহলে দেশের প্রতিটা মানুষ ভালো থাকবে।”

উল্লেখ্য, উপজেলা প্রসাশনের পক্ষ থেকে
প্রতিটি ইউনিয়নে ৫শ কৃষক করে উেপজেলার ২৪টি ইউনিয়নে ১২হাজার কৃষককে বিনামূল্যে সার ও বীজ দেওয়া হবে। এরই প্রেক্ষিতে সোমবার উপজেলার মরজাল ইউনিয়নে ৫শ কৃষকের মাঝে এসব সার ও বীজ বিতরণের মাধ্যমে রায়পুরা উপজেলায় এ কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ