আজ ৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরদীর নালী বিলে বস্তাভর্তি মানব কঙ্কাল

মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে একটি বিল থেকে বস্তাভর্তি মানব কঙ্কাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার চরমান্দালিয়া ঈদগাহ মাঠ সংলগ্ন নালী বিল থেকে বস্তাভর্তি এসব মানব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলেএলাকার কয়েকজন নালী বিলে গোসল করতে নামে। এসময় পানির নীচে বস্তাভর্তি কোন কিছু তাদের পায়ে ঠেকে। পরে তারা বস্তাটি তুলে সেটা তীরে নিয়ে এসে ভেতরে বস্তাভর্তি অনেকগুলো পুরনো মানব কঙ্কাল দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ
ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালগুলো থানা হেফাজতে নিয়ে আসে।

চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দীন শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, রামপুর ফাঁড়ি পুলিশ কঙ্কালটি তাদের আয়ত্বে নিয়ে গেছে।

এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন বলেন, কঙ্কাল গুলোর একটা কাঠামোর সাথে আরেকটা কাঠামোগত কোনো মিল নেই। কঙ্কালের হাত, পা, মাথা বিচ্ছিন্ন। গুনার মাধ্যমে কঙ্কালের অংশগুলো জোড়া দেওয়া।

তিনি আরও বলেন, কঙ্কালের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, মেডিক্যাল ছাত্রদের ব্যবহৃত কঙ্কাল। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। নষ্ট হয়ে যাওয়ার কারণে এগুলো ফেলে দেওয়া হতে পারে। তারপরও মূল বিষয় উদঘাটনে খোঁজ নেওয়া হচ্ছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তদন্তের পর এ ব‍্যাপারে বিস্তারিত বলা যাবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ