আজ ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরদীতে হাতপাখার কর্মীকে মারধরের অভিযোগ

মোহাম্মদ ইসমাইল খান

নরসিংদীর মনোহরদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাখা প্রতীকের এক কর্মীকে বেদম মারপিটের অভিযোগ পাওয়া গেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। রবিবার সন্ধায় শুকুন্দী ইউনিয়নের বাচ্চুর বাজারে এ ঘটনা ঘটে। আহত ওমর ফারুক (২৬) মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তিনি শুকুন্দী গাছুয়ারকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে। এ ঘটনায় ওমর ফারুক রিটার্নিং কর্মকর্তা এবং মনোহরদী থানায় অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, রবিবার সন্ধায় জরুরী কাজে বাচ্চুর বাজারে যান ওমর ফারুক। সেখানে পূর্ব থেকে অবস্থান করছিলেন নৌকা প্রতীকে চেয়ারম্যান প্রার্থী সাদিকুর রহমান শামীমের কর্মী দক্ষিণ ভিটিপাড়া গ্রামের মোশারফ হোসেন ওরফে সুদি মোশারফ, টেকিরপাড়া গ্রামের চা দোকানদার আক্তার হোসেনসহ কয়েকজন। তারা ফারুককে একা পেয়ে প্রথমে গালাগাল শুরু করে। এসময় তিনি প্রতিবাদ করলে নৌকার কর্মীরা লাঠিসোটা নিয়ে ফারুককে বেদম মারধর করতে থাকে। লাঠির আঘাতে মাথার বাম পাশে গুরুতর জখম হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে মনোহরদী হাসপাতালে নিয়ে আসেন।

ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থী এনামুল হক মনির বলেন, নৌকা প্রতীকের কর্মীরা আমাদের নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধা দিয়ে যাচ্ছেন। পোস্টার টানাতে গেলে তা ছিড়ে ফেলছেন। মাইকিং করতে গেলে অটো রিকশার ব্যাটারী ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। এমনকি প্রচারণায় গেলে কর্মীদের বিভিন্ন হুমকী ধমকি দেওয়া হচ্ছে। বিষয়গুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে।
এ বিষয়ে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাদিকুর রহমান শামীম বলেন, মারধরের বিষয়টি আমার জানা নেই।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান বলেন, ইসলামী আন্দোলনের চেয়ারম্যান প্রার্থীর অভিযোগ পেয়েছি। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ