আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মনোহরদীতে কথিত সাংবাদিকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ঢালীকে ভূয়া মুক্তিযোদ্ধা বলায় কথিত সাংবাদিক কাজী শরিফুল ইসলাম শাকিলের বিচারের দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা প্রজন্ম ও এলাকাবাসী। বুধবার (৪ আগস্ট)বেলা ১১টার দিকে উপজেলার আলোয়াকান্দী বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ঢালী, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মুক্তিযোদ্ধা সন্তান কাউসার রশিদ বিপ্লব, স্থানীয় ইউপি সদস্য জুলহাস উদ্দিন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, কথিত সাংবাদিক শাকিল একজন মুক্তিযোদ্ধাকে ভূয়া মুক্তিযোদ্ধা বলে সম্মানহানী করেছে। একজন মুক্তিযোদ্ধাকে রাষ্ট্র সর্বোচ্চ সম্মান দিলেও দেশের একজন সাধারণ নাগরিক হয়ে শাকিল তার ভাতা বন্ধ করে দেওয়ার হুমকী দিয়েছে। তার এ উদাত্বপূর্ণ বক্তব্যে উপজেলার মুক্তিযোদ্ধারা তার খুঁটির জোড় কোথায় তা জানতে চায়।
মুক্তিযোদ্ধাদের দাবী শাকিল একজন রাজাকারের সন্তান। একজন রাজাকারের সন্তান হয়ে দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাকে ভয়ভীতি দেখানোর দৃষ্টান্তমূলক বিচার দাবি করা হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ