আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবে রায়পুরার মুছাপুর ইউপি চেয়ারম্যান পুত্রের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন ভূইয়ার ছেলের এ.কে.এম মহিউদ্দিন প্রবাল (১৮)’র মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দূর্জয় মোড় এলাকা হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের শরীরে বিভিন্ন অংশে মারধর ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত প্রবাল মুছাপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান হোসেন ভূইয়ার তৃতীয় ছেলে।

ভৈরব থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভৈরবের দূর্জয় মোড়ের পেছনের গলির আজান মটরস নামে একটি দোকান হতে প্রবালের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় দোকানের সাটার তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে বিকেল ৩টার দিতে মারা যায়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের বাবা ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া তার ছেলে সন্ত্রাসী হামলা শিকার হয়েছেন। তিনি এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

স্থানীয়রা ধারণা করছে, কোন ছিনতাইকারী চক্র লাশটি গুমের উদ্দেশ্যে আজান মটরস নামে ওই দোকানে লুকিয়ে রাখা হয়েছিল। আবার অনেকেই এ ঘটনায় কিশোর গ্যাং কে দায়ী করছেন।
এব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে লিখছেন নিহত প্রবালও নাকি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তবে প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, কোন ছিনতাইকারী চক্র এ হত্যাকান্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের শরীরে বিভিন্ন অংশে মারধর ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ