আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত

জুবায়ের আহম্মেদ

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আলী হোসেন’র ধারালো ছুরিকাঘাতে ছোট ভাই নবী হোসেন (৪৪) নামে একব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরস্থ কামারগাঁও গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম নবী হোসেন ও অভিযুক্ত বড় ভাই আলী হোসেন কামারগাঁও গ্রামের আলমাছ মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নবী হোসেনের সাথে তার বড় ভাই আলী হোসেনের দীর্ঘদিন ধরে তাদের পিতার দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে তাদের নিজ বাড়িতে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বড় ভাই আলী হোসেন ছোট ভাই নবী হোসেনের তল পেটে ছুরিকাঘাত করেন।
এরপর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নবী হোসেনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাজমা আক্তার বলেন, হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ নিহতের জিজ্ঞাসাবাদের জন্য পিতা আলমাস হোসেনকে আটক করেছে । অন্যদিকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, পারিবারিক কলহ ও জমি-সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা জেনেছি। পুলিশ এটি নিয়ে কাজ করছে। বিস্তারিত পরে বলা যাবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ