আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বেলাবতে মা ও দুই সন্তানসহ ৩ জনকে হত‍্যা

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর বেলাবোতে মা ও দুই সন্তানকে হত্যা করা হয়েছে। সকালে নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আজ রবিবার সকালে বেলাব উপজেলার পাটুলি ইউনিয়নের শেখবাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, রহিমা বেগম (৩৫),তার ছেলে সন্তান রাকিব (১৩) ও মেয়ে  রাকিবা (৬)। এদের মধ্যে দুই সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এবং মা রহিমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত রহিমার স্বামী পেশায় রং মিস্ত্রি। কাজের সুবাদে শনিবার গাজীপুরে যায়। সকালে বাড়িতে এসে দেখে স্ত্রী ও দুই সন্তানের লাশ পড়ে আছে। এ অবস্থায় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধারের কাজ শুরু করেন।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, ঠিক কি কারণে হত্যাকান্ড গুলো সংগঠিত হয়েছে তা এখনো পরিস্কার নয়। তবে আমরা তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের কাজ চলছে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ