মো. মাছুম ভূইয়া,বেলাব
বেলাবতে একই রাতে পাশ্ববর্তী দুই বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার(১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাজনাব ইউনিয়নের দক্ষিনধুরু গ্রামের রমিজউদ্দীন ভূইয়া ও পাশ্ববর্তী আঙ্গুর ভূইয়ার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, চোরচক্র ওই রাতের কোন একসময় ঘরের দরজার সিটকানী ভেঙ্গে রমিজ উদ্দীন ভূইয়ার ঘর থেকে ৪ ভরি সোনা,একটি ল্যাপটপ, একটি এলইডি টিভি, প্রায় ২০ হাজার টাকার কাপড় ও নগদ ৯৫ হাজার টাকা আলমারির তালা ভেঙ্গে নিয়ে যায়।
একই সময় প্রতিবেশি আঙ্গুর ভূইয়ার ঘরের ভাঙ্গা দরজা ভেঙ্গে স্বর্নের আংটি,মোবাইল,মাছ ধরার হইল চিপ বড়শি ও নগদ টাকা নিয়ে যায়।
উল্লেখ্য রমিজউদ্দীন ভূইয়ার যে ঘরে চুরি হয়েছে সে ঘরে কেউ ছিলনা অন্যদিকে আঙ্গুর ভূইয়ার ঘরে তার ছেলে আলামিন ঘুমিয়ে ছিল।
ভুক্তভোগী রমিজউদ্দীন ভূইয়া জানান,আমার ছেলে তরিকুল ভূইয়া এ ঘরে থাকে। বর্তমানে সে চাকরীর সুবাধে নরসিংদীতে অবস্থান করে। এ কারনে ঘরটি সবসময় আমরা তালাবদ্ধ করে রাখি। সকালে উঠে দেখি ঘরের দরজা হালকা খোলা। তখন ঘরে গিয়ে দেখি সব চুরি হয়ে গেছে।
আঙ্গুর ভূইয়ার ছেলে আলামিন বলে,আমি ঘরে ঘুমিয়ে ছিলাম। আমার এ ঘরের টিনের দরজা আশিংক ভাঙ্গা। চুর আসছে আমি টের পাইনি।
ঘটনাস্থলে থাকা বেলাব থানার সহকারী পরিদর্শক (এসআই) মুস্তাফিজ সত্যত্য নিশ্চিত করে জানান,খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে। এ পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।