মো. মাছুম ভূঁইয়া, বেলাব
নরসিংদীর বেলাবতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ইং পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা। বিশ্ব জনসংখ্যা দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “ ৮০০ কোটির পৃথিবীঃ সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি ”।
বৃস্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন শিল্প মন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন শাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনূর আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে.এম.মুনিম আহমেদ সজিব, মেডিক্যাল অফিসার ডাক্তার রওশান আরা পারভীন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য এড.শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাঃ সম্পাদক মেরাজ মাহমুদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য ও প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মেরাজুল ইসলাম ভূঁইয়া মাছুমসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
পরে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।