খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে বিজয়ী প্রার্থীর মিছিলে পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় বিজয়ী প্রার্থীর ৬ সমর্থক আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) নরসিংদী সদর উপজেলার মহিষাশুরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোয়েব, আবুল, মেহেদী, আনসার, মালেক ও মনির হোসন। তাদেরকে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতদের স্বজনরা জানান, বৃহস্পতিবার মহিষাশুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নে ২ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে সাফি উদ্দিন ও জুলফিকার আহমেদ হিরন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সাফি উদ্দিন মোরগ প্রতীককে ৫১০ ভোট বিজয়ী হন।
সাফি উদ্দিনের এ বিজয়ে সমর্থরা বিজয় মিছিল বের করলে পরাজিত প্রার্থী জুলফিকার আহমেদ হিরনের লোকজন ওই মিছিলে হামলা চালায়। এতে ৬ ব্যক্তি আহত হয়। তারা সবাই সাফি উদ্দিনের সমর্থক। পরে স্হানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।