আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না ;  খায়রুল কবির খোকন

জুবায়ের আহমেদ

বিএনপি’র যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপি’র আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী হাসিনা ও তার আওয়ামীলীগ প্রতিহিংসার রাজনীতি করেছে, গুম খুনের রাজনীতি করেছে। এদেশের ছাত্র-জনতাকে হত্যা করেছে, বৈষম্যবিরোধী আন্দোলনে আবু সাঈদ থেকে শুরু করে নরসিংদীর তাহমিদ সহ সারাদেশে ১ হাজার ৫শত ৮১ জন নিহত হয়েছে। তাই স্বৈরাচারী হাসিনার জায়গা আর বাংলাদেশের মাটিতে হবে না।
বিএনপি’র যুগ্ন মহাসচিব বলেন, বিএনপি কোনো বিদ্বেষ-প্রতিহিংসার রাজনীতি করে না। তাই এদেশে আর গুমের ইতিহাস পুনরাবৃত্তি ঘটবে না। আগামীদিনে নির্বাচনের মধ্য দিয়ে শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা হবে।  বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হবে না। বৈষম্যহীন বাংলাদেশ, মানবিক মর্যাদার বাংলাদেশ, সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত থাকবে এমন বাংলাদেশ গড়ে তোলা হবে। 
শনিবার (২অক্টোবর) বিকেলে শিবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের গনতান্ত্রিক আন্দোলনে কারাবরণকারী,মামলা- হামলা ও নির্যাতনের শিকার নেতা কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন। 
জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব মনজুর এলাহী, শিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু সহ বিএনপি’র অন্যান্য নেতাকর্মীবৃন্দরা। 

     এ ক্যাটাগরীর আরো সংবাদ