আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে অবাঞ্চিত ঘোষণা করে নরসিংদীতে বিক্ষোভ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে পদ বাণিজ্যের অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপি’র সভাপতি খায়রুল কবির খোকনকে অবাঞ্চিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল করেছে পদ বঞ্চিতসহ তৃণমূল বিএনপির একাংশ। শনিবার (১৬ অক্টোবর) বিকেলে পুলিশি বাধাকে উপেক্ষা করে নরসিংদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জানা যায়, গত ১৩ অক্টোবর নরসিংদীর জেলা যুবদলের তিনটি ইউনিট কমিটি ঘোষণা করা হয়।  ওই কমিটিগুলোতে জেলা যুবদলের অনেক পরীক্ষিত ও ত্যাগী নেতা পদবঞ্চিত হয়। যার পরিপ্রেক্ষিতে ওই সকল নেতারা পদ বাণিজ্যের অভিযোগ এনে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে জেলায় অবাঞ্ছিত ঘোষণা করে একটি বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি নরসিংদী বাজার বণিক সমিতির কার্যালয় হতে শুরু হয়ে  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সমিতির কার্যালয়ে এসে শেষ হয়।

এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা নরসিংদী  বণিক সমিতির কার্যালয় এর সামনে জড়ো হতে থাকলে এসময় পুলিশ এসে নেতাকর্মীদের ধাওয়া দেয় লাঠিচার্জ  করে। ফলে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে বণিক সমিতির সভাপতি বাবুল সরকার পুলিশের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে এবং ধাক্কা হয়। একপর্যায়ে ছত্রভঙ্গ নেতাকর্মীদের জড়ো করতে তিনি স্লোগান দিতে থাকে। এসময় পুলিশি বাধাকে উপেক্ষা করে ছত্রভঙ্গ নেতাকর্মীদের একাংশ মিছিলে এসে যোগ দেয়। মিছিল থেকে খায়রুল কবির খোকনের বিরুদ্ধে নেতাকর্মীরা নানান স্লোগান দিতে থাকে। মিছিল শেষে নেতাকর্মীরা যার যার ভাবে ফিরে যায়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ