নিজস্ব প্রতিবেদক
বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহবায়ক, সাবেক এমপি ও ডাকসুর সাবক জিএস খায়রুল কবির খোকনকে গ্রেফতার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) তাকে নরসিংদী আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে প্রেরণ করে।
উল্লখ্য, নরসিংদীতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোডাউনে গুলি করে দুই ছাত্রদল নেতা হত্যার ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি খায়রুল কবির খোকন, তার স্ত্রী বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, শহর বিএনপির সভাপতি একে এম গোলাম কবির কামাল, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ ৩০ জনের নাম উল্লেখ করে ২৬ মে দিবাগত রাতে একটি মামলা দায়ের করেন নিহতের ভাই মোঃ আলতাফ হোসেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ২৫ মে বিকেল সাড়ে ৪টার দিকে চিনিশপুর জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন জেলা ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মোটরসাইকেল শোভাযাত্রায় খায়রুল কবির খোকন, তার স্ত্রী শিরিন সুলতানা ও সিদ্দিকুর রহমান নাহিদের নির্দেশ ও পরিকল্পনায় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের খোকন অনুসারী নেতাকর্মীরা হামলা চালায় । এতে ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক সদ্য বহিস্কৃত সাদেকুর রহমান ও ছাত্রদল নেতা আশরাফুল ইসলাম গুলিবিদ্ধ হয়। ওইদিন সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাদেকুর রহমান এবং পরদিন সকালে আশরাফুল ইসলাম মৃত্যুবরন করে।