মাজহারুল ইসলাম রাসেল, নরসিংদী
নরসিংদীর মাধবদী থেকে নিখোঁজ হওয়ার ১৩ দিন অতিবাহিত হলেও আজও বাড়ী ফিরে আসেনি আলামিন নামে এক যুবক। গত ২৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ১টার দিকে সে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজ আলামিন নরসিংদীর মাধবদী থানা এলাকার হাবিবুর রহমানের ছেলে।
আলামিনের পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন অর্থাৎ গত ২৭ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে বাড়ী বিক্রি করে দিবে বলে বাড়ীর অন্যদের জানায়। আর এ কথা বলেই সে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর থেকে অদ্যাবধি সে নিখোঁজ রয়েছে। ওই দিন আলামিন বাড়ি ফিরে না আসায় বাড়ির লোকজন তার বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে কোথাও তার কোন খোঁজ পায়নি। অপরদিকে ওইদিন থেকে তার মোবাইল ( ০১৭৪১৫১৯৬৯৯ নাম্বার) ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে। কোন জায়গায় তার কোন খোঁজ না পেয়ে স্বজনরা থানা পুলিশের শরনাপন্ন হয়। পরে তার নিখোঁজের বিষয়ে মাধবদী থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন। যার নং- ১৯০১।
এব্যাপারে মাধবদী থানার উপ পরিদর্শক ফরহাদ সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযান চলছে খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট দেওয়া যাবে।