আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাস ও লরির সংঘর্ষে ১২ যাত্রী আহত

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় জ্বালানি তেলবাহী লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে ঢুকে পড়ে। এতে বাসচালকের এক সহকারীসহ ১২ যাত্রী আহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নীলকুঠি বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে স্থানীয় ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশ ও বাসে থাকা যাত্রী সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাতায়াত পরিবহনের যাত্রীবাহী
বেপরোয়া গতির একটি বাস নীলকুঠি এলাকায় পৌঁছলে আঞ্চলিক সড়ক থেকে একটি সিএনজি মহাসড়কে প্রবেশ করে। এ সময় সিএনজিকে সাইড দিতে গিয়ে ভৈবরগামী মেঘনা ফুয়েল’র তেলবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের একটি খাবার হোটেলে ঢুকে যায় এবং একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোড়ে ধাক্কা দেয়। এতে বাসচালকের এক সহকারীসহ ১২ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ও ভৈরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন‍্য পাঠানো

দুর্ঘটনায় বাস ও লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। বাসের ধাক্কায় খাবার হোটেলের আংশিক ও একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। হোটেলের মালিক এ সময় দৌড়ে বের হয়ে আসায় প্রাণে বেঁচে যান।

এদিকে বাস ও লরি সংঘর্ষের পর ঢাকা-সিলেট মহাড়কে দেখা দেয় তীব্র যানজট। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মহাসড়ক থেকে লরিটি সরিয়ে আনলে বেলা ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. নূর জানান, দুর্ঘটনাকবলিত বাস ও লরি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। গাড়ি দুটির চালক পলাতক রয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ