আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাসায় ইফতার করা হলো না ১ শিক্ষার্থীর

কামরুজ্জামান

নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় মো: ফাহিম খা (১৭) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফাহিম খা রায়পুরা উপজেলার আমিরগঞ্জ গ্রামের আওলাদ খা’র ছেলে।

স্থানীয়রা জানান, ইফতারের সময় সন্ধ্যায় ফাহিম বাবার দোকান থেকে ইফতারের উদ্দেশ্যে মোটর বাইক নিয়ে বাসায় ফিরছিলেন। এসময় এক পথচারী রাস্তা পারাপার হওয়ার সময় তাকে বাঁচাতে ব্রেক চেপে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি থেকে ছিটকে পড়ে যায়। বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারি চালিত অটোরিকশার চাকার নিচে চাপা পড়ে মাথা আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই নিহত হন ঐ কিশোর।

নিহতের চাচা হাকিম খা বলেন, ফাহিম এসএসসি পাশ করে পড়াশোনার পাশাপাশি বর্তমানে বাবার মিষ্টির দোকান দেখাশোনা করতো। দোকান থেকে ইফতারের উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।

আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, এ ঘটনার পর পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। নিহতের পরিবারের সাথে কথা বলেছি তারা কোন অভিযোগ করবে না। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ