খাসখবর প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় বাসচাপায় আব্দুল হাই (৬০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। রবিবার বিকেল ৪ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মরজাল ইউনিয়নের ধুকুন্দীর চর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাই ধুকুন্দীর চর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ি থেকে বের হয়ে মুক্তিযোদ্ধা আব্দুল হাই ঢাকা- সিলেট মহাসড়কের পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন। এসময় কিশোরগন্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অনন্যা সুপার (ঢাকা মেট্রো ব- ১১০০৭১) পরিবহনের একটি বাস অন্য একটি গাড়িকে পাশ কাটিয়ে যাওয়া সময় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের মৃত্যু হয়। পরে স্হানীয় লোকজনের সহায়তা বাসটি আটক করা হয়।
ভৈরব হাইওয়ে থানার উপপরিদর্শক আলাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসচালক পলাতক রয়েছে দুর্ঘটনার পর মহাসড়কে যানজটের সৃষ্টি হলে দ্রুত মহাসড়ককে যানজট মুক্ত করা হয়।