আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাবুরহাটে ব্যবসায়ী ও সাধারণ মানুষদের ভ্যাকসিন প্রদান

হাফিজুর রহমান

প্রাচ‍্যের ম‍্যানচেষ্টার খ‍্যাত দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের হাট নরসিংদীর শেখেরচর বাজার (বাবুর হাট) বণিক সমিতির উদ্যাগে প্রায় ১২শত ব্যাবসায়ী ও সাধারণ মানুষকে কোভিড-১৯ ভ্যাকসিন দেয়া হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত নরসিংদী জেলা প্রশাসনের নির্দেশনায় বাজারের দুইট পয়েন্টে এই ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করা হয়।

ভ‍্যাকসিন কার্যক্রম তদারকি করেন শেখেরচর বাজার (বাবুর হাট) বণিক সমিতির সভাপতি আব্দুল বাকির ও সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস।

এসময় উপস্থিত ছিলেন, শেখেরচর বাজার (বাবুর হাট) বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি দ্বীপেন কুমার সাহা, সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ, মো. মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. ইদ্রিস আলী মৃধা, অর্থ সম্পাদক মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক মো. হানিফ মিয়া, প্রচার সম্পাদক সমির সাহা, সহ-প্রচার সম্পাদক নূর মোহাম্মদ, সদস্য নূর চাঁন প্রমূখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ