খাসখবর প্রতিবেদক
আগামী ৪ মার্চ শনিবার বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)’র পঞ্চবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হবে। ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সম্মেলনকে সফল করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূঁইয়া।
বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূঁইয়া অত্যন্ত সততা ও দক্ষতার সাথে বিভিন্ন সময়ে দলিল লেখকদের বিভিন্ন দাবী দাওয়া আদায়ে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। তাছাড়া দেশের যে কোন দলিল লেখকের দু:সময়ে তিনি ছুটে গেছেন এবং নিজের সাধ্যমত সহযোগিতা করে গেছেন। শুধু দলিল লেখকই নন দেশের বন্যার্ত ও বানভাসি মানুষদের মাঝে কয়েক দফা খাদ্যসামগ্রী বিতরণ করোনাকালীন সময়ে সুরক্ষা সামগ্রী করেছেন।
বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি মো. নূর আলম ভূঁইয়া যোগ্য ও দক্ষ সংগঠক হিসেবে এপর্যন্ত পর পর ৪ বার সভাপতি নির্বাচিত হয়ে গত ২০ বছর যাবৎ সফলতার সাথে এ দায়িত্ব পালন করে আসছে।
আগামী ৪ মার্চ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এভ. আনিসুল হক এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রীর নুরুল এড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির উপদেষ্টা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, উপদেষ্টা নজরুল ইসলাম বাবু এমপি, উপদেষ্টা রেজওয়ান আহমেদ তৌফিক এমপি নরসিংদী সদর দলিল লেখক সমিতির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান কামরুল
সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহা পরিদর্শক নিবন্ধন ড. খান মো. আব্দুল মান্নান (সিনিয়ার জেলা ও দায়রা জজ) সম্মেলনের সভাপতি তো করবেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সুযোগ্য সভাপতি মো. নূর আলম ভূঁইয়া এবং পরিচালনা করবেন সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ।
আগামী ৪ মার্চ সম্মেলনকে সফল করতে সভাপতি মো. নূর আলম ভূঁইয়া ইতিমধ্যে সম্মেলনের সকল কাউন্সিলর ও ডেইলিকেটরদের সাথে যোগাযোগ রক্ষা করে যাচ্ছে। তিনি ওইদিন যথাসময়ে সকলকে উপস্থিত থেকে সম্মেলনকে সফলভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।