আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাদলেস’র জরুরি সভা দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)’র কেন্দ্রীয় কমিটির এক জরুরী মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় ৪৪৬, তেজগাঁও রেজিষ্টেশন কমপ্লেক্স ভবনে বাংলাদেশ দলিল লেখক সমিতি’র সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়া’র সভাপত্বিতে অনুষ্ঠিত হয়।

বাদলেস’র মহাসচিব মো. জোবায়ের আহমেদ তার সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশের সকল জেলা উপজেলার ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় আগত সকল নেতৃবৃন্দ তাদের বক্তরা ০৩ অক্টোবর ২০২৩ ইং তারিখের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ নামে ৬(৩) উপ-ধারায় কোনো ব্যক্তির নামে ভূমির [State
Acquisition and Tenancy Act 1950 ) (Act No. XXVIII of 1951 ) এর Section 143] অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন ১৯৫০) (১৯৫১ সালের আইন নং ২৮) এর ধারা ১৪৩/১৪৪ এর অধীন প্রণীত বা হালনাগাদকৃত কাবৎ সর্বশেষ খতিয়ান না থাকিলে এবং অনুরূপ খতিয়ান ও হালনাগাদ ভূমি উন্নয়ন কর পরিশোধক্রমে প্রমানক প্রদর্শনে ব্যর্থ হলে, তিনি উক্ত ভূমি বিক্রয়, দান, হেবা বা অন্য কোনোভাবে হস্তান্তর, পাওয়ার অব অ্যার্টনি সম্পাদন বা দলিল রেজিট্রেশন করিতে পারিবেন না; তবে শর্ত থাকে যে, এই ধারার বিধানাবলি দ্বারা কোনো ভাবেই (Registration Act, 1908 (Act No.
XVI of 1908 ) নিবন্ধন আইন, ১৯০৮ (অ্যাক্ট নং ১৯০৮ সালের ১৬ বিধানাবলি খর্ব করিবে না।

কিন্তু উক্ত ধারা বিধানাবলি কোনো স্পষ্টতা না থাকার কারনে সারা বাংলাদেশে দলিল রেজিস্ট্রি বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় বক্তারা তাদের বক্তব‍্য ক্ষোভ প্রকাশ করেন। এছাড়াও গত ৪ সেপ্টেম্বর তারিখে এস.আর.ও নং-২৮৩-আইন/আয়কর / ২০২৩ (১২ নং আইন) নামীয় প্রজ্ঞাপন দ্বারা ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম জেলার জমির ৫টি শ্রেণীর মধ্য ও শ্রেণীর ক্ষেত্রে থানা ওয়ারী সকল মৌজার কাঠা প্রতি এলাকাভেদে ১,০০,০০০/- থেকে ৫,০০,০০০/- টাকা নির্ধারন করা হয়েছে ও সারা দেশের ক্ষেত্রে উৎস কর দ্বিগুন করা হয়েছে এবং ভূমিতে স্থাপনার ক্ষেত্রে বর্গমিটার কর আগের চেয়ে বেশী আরোপ করা হয়েছে। এতে সাধারণ ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়িগন জমি ক্রয়-বিক্রয়ের মাধ্যমে আর্থিক লেনদেন করা প্রায় বন্ধ করে দিয়েছে। গেজেট কার্যকরের পর বাংলাদেশ সরকারের রাজস্ব আদায়ের অন্যতম খাত ভূমি রেজিষ্ট্রেশন কর আদায় আগের তুলনায় এক তৃতীয়াংশে নেমে এসেছে, যার কারনে দলিল লেখকদের একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়ে সকল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে কঠোর সমলোচনা করে, আন্দোলনের মাধ্যমে দাবি পূরনের জন্য সভাপতি ও মহাসচিব মহোদয়ের নিকট জোর দাবি জানান।

বাদলেস সভাপতি আলহাজ নূর আলম ভূঁইয়া তার বক্তব্যে উপস্থিত নেতৃবৃন্দকে এই বলে আশ্বস্ত করেন যে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী, এ্যাডভোকেট আনিসুল হক এমপি মৌখিকভাবে আশ্বস্ত করছেন যে, দলিল লেখকদের সকল যৌক্তিক দাবি আগামী ১ (এক) সপ্তাহের মধ্যে পূরণ করা হবে। আইন মন্ত্রীর কথার মূল‍্যায়ন সম্মানার্থে সভাপতি তার বক্তব্য সিদ্ধান্ত প্রদান করেন যে, চলতি অক্টোবর মাসের শেষদিন পর্যন্ত দলিল লেখকদের দাবিগুলি যদি পূরণ না হয়, তবে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ