আজ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

বক্তব্য রাখছেন বাংলদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া।

বাদলেস’র কেন্দ্রীয় নীতি নির্ধারকদের মতবিনিময় সভা

মো. বিল্লাল হোসেন খান

আসন্ন সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে বাংলাদেশ দলিল লেখক সমিতি (বাদলেস)’র কেন্দ্রীয় কমিটির নীতি নির্ধারণী পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাজধানী ঢাকার তেজগাঁওয়ের রেজিস্ট্রেশন কমপ্লেক্স ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

এসময় অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সিনিয়র সহ-সভাপতি ফরিদুর ইসলাম বাহাদুর, বাবু প্রদীপ পাল নিতাই, সহসভাপতি রফিকুল ইসলাম, নয়া মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, মহিদুল হক, সাংগঠনিক সম্পাদক খন্দকার শাখাওয়াত হোসেন, নাসির উদ্দিন, ফোরকান উদ্দিন মানিক, প্রচার সম্পাদক ছানাউল্ল‍্যাহ সানিসহ কেন্দ্রীয় অন‍্যান‍্য নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকগণ।

মত বিনিময় সভায় বাংলাদেশ দলিল লেখক সমিতির আসন্ন সম্মেলন সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের মতামত ও পরামর্শ চাওয়া হয়। পরে নেতৃবৃন্দ তাদের স্ব স্ব মতামত ও পরামর্শ পেশ করেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ