খাসখবর প্রতিবেদক
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা শহরের অরবিট রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সভাপতি মো: নূরুল ইসলামের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী. নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নির্বাহী সভাপতি আল আমিন রহমান, তোফাজ্জল হোসেন, সহ সভাপতি অহিভূষণ চক্রবর্তী।
বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সম্পাদক নিবারণ রায়, সাবেক সভাপতি মাখন দাস, সহ সভাপতি আসাদুল হক পলাশ, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ হলধর দাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ মো: জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম), নরসিংদী পৌর শাখার সভাপতি তানভির আহম্মেদ বাপ্পিসহ জেলা ও বিভিন্ন উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।