আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্ত জেলা আঞ্চলিক শাখার ঈদ উপহার বিতরণ

খাসখবর প্রতিবেদক

নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্ত জেলা আঞ্চলিক শাখার আলোচন সভা, পরিচিতি, আইডি কার্ড ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৮ জুলাই ) সকাল ১১টার সময় ১৭১/১ মধ্যকান্দাপাড়া,দেশপ্রিয় রোড নরসিংদীতে বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী জেলা শাখার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মানবাধিকার কমিশন নরসিংদী আন্ত জেলা আঞ্চলিক শাখার সভাপতি আব্দুল হান্নান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ বশির হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনা শেষে প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার বিতরণ এবং সংগঠনের সকল সদস্যদের মধ্যে আইডি কার্ড বিতরণ করা হয়। এসময় সংগঠনের সহ-সভাপতি গৌতম লাল পোদ্দার, আলতাফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনিছুর রহমান খান,যুগ্ম অর্থ সম্পাদক মোঃ সেলিম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সুলতান মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নগেন্দ্র নাথ বনিক, সাংস্কৃতিক সম্পাদক উজ্জল আচার্য্য, নির্বাহী সদস্য মোঃ বজলুর রহমান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ