খাসখবর প্রতিবেদক
সন্ত্রাস, জঙ্গীবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা একটা বৈশ্বিক সমস্যা। জঙ্গীরা বাংলাদেশে তাদের অবস্থান জানান দিতে পরিকল্পকিভাবে আদালতপাড়া থেকে দুই জঙ্গীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটিয়েছে। তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। যারা ষড়যন্ত্র করে বন্দুকের নল দিয়ে ক্ষমতায় আসছে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে বিশৃঙ্খলা তৈরী হলে আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে নরসিংদী জেলা পুলিশের আয়োজনে মনোহরদী থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে থানা প্রাঙ্গণে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণ জঙ্গিদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু, কিন্তু ধর্মান্ধ নয়। এ সত্য বারবার প্রমাণিত হয়েছে। বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক আদর্শে বিশ্বাস এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃঢ়, সুদক্ষ ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের গুণে বাংলাদেশ আজ সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বাংলাদেশ আলোকিত হয়েছে। এই আলোর ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর সাথে থাকার আহবান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী থানা প্রাঙ্গণে গাছের চারা রোপন করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন।
নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম’র সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনএমপি, নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপ, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, সংরক্ষিত নারী সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী, ঢাকা রেঞ্জের উপ মহাপরিদর্শক (ডিআইজি) সৈয়দ নূরুল ইসলাম, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান, নরসিংদী জেলা আওয়ামীলীগের সভাপতি জিএম তালেব হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান ভূঁইয়া, নরসিংদী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি আব্দুল মোতালিব পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ড. মশিউর রহমান মৃধা, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক।
বিশেষ অতিথির বক্তব্য শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, এদেশের মানুষ সাম্প্রদায়িকতা তথা জঙ্গিবাদকে আশ্রয়-প্রশ্রয় কখনো দেয়নি এবং দেবে না। জনগণের জঙ্গিবিরোধী মানসিকতার কারণেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে জঙ্গিবাদ দমনের কাজ সহজ হয়ে যায়। সরকারের উন্নয়নে বাধাগ্রস্ত করলে সরকারের পক্ষ থেকেই মোকাবেলা করা হবে।
মনোহরদী থানার নব নির্মিত চারতলা ভবন উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলার রায়পুরা উপজেলার হাইমারা এলাকায় একটি মসজিদ উদ্বোধনে করতে সেখানে যান। মসজিদ উদ্বোধন শেষে পাড়াতলী ইউনিয়নে উপস্থিত হয়ে এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন’র অর্থায়নে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল চিত্র ও ফাউন্ডেশন কার্যালয়ের উদ্বোধন করেন।