খাসখবর প্রতিবেদক
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি একে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সাংবাদিক কন্যা মাহবুবা আক্তার আঁখি। সম্প্রতি ‘E-CAB’ নামে একটি সামাজিক সংগঠন আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে আখিঁ এই শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
তার এই শ্রেষ্ঠত্বের জন্য ‘E-CAB’ এর পক্ষ থেকে তাকে ‘ই-জিনিয়াস’ খেতাবে ভূষিত করেন।
আখিঁ দৈনিক প্রতিদিনের সংবাদ নরসিংদী জেলা প্রতিনিধি ও এন এ এন টিভির ভ্রাম্যমান প্রতিনিধি, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লার বড় মেয়ে। সে জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশ নিবে।
আঁখি এর আগেও বিভিন্ন দিবসগুলোতে স্থানীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার লাড করেছেন।
সে আগামীদিনে বড় হয়ে দেশ ও জনগনের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সে সকলের দোয়া কামনা করেন।