খাসখবর প্রতিবেদক
নরসিংদীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী এবং অভিভাবকরা। শনিবার (১৯ মে) সকালে নরসিংদী সদর উপজেলা রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বৈরী আবহাওয়ার মধ্যে প্রায় আধাঘণ্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আকবর হোসেন, অভিভাবক প্রতিনিধি মোবারক হোসেন, রোটারিয়ান ইয়াহিয়া চৌধুরী খোকা ও চিনিশপুর ইউপির সদস্য মো. সায়েম ভূঁইয়া।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয়দের ভবিষ্যৎ প্রজন্মকে সু-শিক্ষিত করতে ১৯৬৯ সালে নরসিংদী সদর উপজেলার রাজাদী গ্রামে রাজাদী-চিনিশপুর উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০২২ সালে বিদ্যালয়টি কলেজ পর্যায়ে উন্নীত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বর্তমান নির্বাচিত কমিটি, স্থানীয় শিক্ষানুরাগীসহ অভিভাবকদের সিদ্ধান্তকে উপেক্ষা করে সম্প্রতি সরকারী বিধি বহি:ভূতভাবে ভর্তিসহ অন্যান্য ফি বৃদ্ধি করেন। তাছাড়া ভূয়া বিল ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের আয়-ব্যয়ের কোন ধরণের হিসাব সংরক্ষণ না করে তা নিজে পকেট ভারি করেন, মাধ্যমিকের নির্বাচনী অকৃতকার্য শিক্ষার্থীদেরকে জনপ্রতি (১০ দশ) হাজার টাকার বিনিময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ করে দেওয়াসহ নানাবিধ অনিয়মের সাথে জড়িত।
এছাড়াও প্রধান শিক্ষক বিদ্যালয়ের নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের সাথে কোন সভা না করে, নির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কোন সিদ্ধান্ত ছাড়াই বিপুল পরিমান অর্থের বিনিময়ে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করে পরিচালনা কমিটির সভাপতি পদের জন্য সাবেক আহব্বায়ক অজিত কুমার সাহাকে সভাপতি পদে নির্বাচিত করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করে। যা নিয়ে ইতিমধ্যেই এলাকাবাসী এবং নির্বাচিত প্রতিনিধি এবং অভিভাবকদের মাঝে বেশ ক্ষোভের সৃষ্টি করেছে। প্রধান শিক্ষকের এই সকল অনিয়ম ও দুর্নীতির সুস্থ তদন্ত সাপেক্ষে তার অপসারণ দাবি করেন বক্তারা।