মোস্তাফিজুর রহমান মোস্তাক
বিগত পাঁচ বছরে এলাকাবাসীর পাশে থেকে তাদের জীবন-মান উন্নয়নের নিরলসভাবে কাজ করে গেছে পুটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী তারেকুল ইসলাম তারেক। ওয়ার্ডবাসীর সুখে-দু:খে ইউপি সদস্য তারেকুল ইসলামকে তাদের পাশে থাকায় ইতোমধ্যে
সকলের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। তার সততা, আদর্শ ও জনসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ পুনরায় তাকে ইউপি সদস্য নির্বাচিত করতে চায় ওয়ার্ডবাসী।
সোমবার (১৩ ডিসেম্বর) সরেজমিনে পুটিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ঘুরে কুয়াশার চাদরে মোড়ানো কাক ডাকা ভোরে দেখা মেলে ইউপি সদস্য কাজী তারেকুল ইসলাম তারেকের। এসময় তিনি এলাকায় বয়স্ক ও বিধবা ভাতা প্রদানে ব্যস্ত সময় পার করছেন।
মুন্সেফের চর এলাকার ষাটোর্ধ্ব দুখাই বলেন, তারেকের মতো একজন মানবিক মেম্বার পেয়ে আমরা সত্যিই গর্বিত। করোনা কালীন সময়ে এলাকার মানুষ যখন কাজ-কর্ম হারিয়ে হতাশার অন্ধকারে নিমজ্জিত ঠিক সেই সময় তারেক মেম্বার মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছেন। করোনা কালীন সময়ে তার সেবার কথা আমরা চিরকাল মনে রাখব।
বিধবা মিনারা বেগম বলেন, আমাদের তারেক মেম্বার অত্যন্ত সৎ এবং ভালো মনের মানুষ।
তিনি বিধবা ও বয়স্ক ভাতা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের অনিয়ম দুর্নীতি করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, বয়স্ক ও বিধবা ভাতার ক্ষেত্রে তিনি শতভাগ সততার সাথে যাচাই-বাছাই করে কার্ভ করে দিয়েছেন। বিগত সময়ে তিনি এলাকার উন্নয়নে যে অবদান রেখেছেন তাতে আমরা মুগ্ধ। আমরা আবারও তাকে মেম্বার হিসেবে বিজয়ী করতে চাই।
তারেক মেম্বারের সাথে আলাপ হলে তিনি জানান, ইউপি মেম্বার হিসেবে বিগত ৫ বছরের দায়িত্ব পালন কালীন সময়ের দুই বছর করোনায় কেড়ে নিয়েছে। করোনা কালীন সময়ে এলাকা আমি আমার নিজ উদ্যোগে কর্মহীন অসহায় মানুষের বাড়ী বাড়ী খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এলাকাবাসীর পাশে থেকেছি। সরকারী যে বরাদ্ধ পেয়েছি তা দিয়ে এলাকার উন্নয়নে সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছি। গতকাল রবিবার আমাদের মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ দিন ছিল। সেখানে বাছাইয়ে আমি সফলতার সাথে বৈধ প্রার্থী নির্বাচিত হয়েছি। আসন্ন পুটিয়া ইউপি নির্বাচনে এলাকার জনগণ যদি পুনরায় আমাকে নির্বাচিত করে তাহলে সর্ব প্রথম এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো।
সামান্য বৃষ্টিতেই এই এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে যায় তাই আমার নির্বাচনী এলাকায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। তাছাড়া বিগত সময়ের অসমাপ্ত কাজ শেষ করে আমি আমার ৪নং ওয়ার্ডকে উন্নয়নের রোল মডেলে পরিণত করবো।
এব্যাপারে তিনি এলাকাবাসীর সহযোগিতা চেয়ে তাদের কাছে ভোট প্রার্থনা করে পুনরায় ইউপি সদস্য নির্বাচিত করার আহবান জানান।