নাসিম আজাদ
টানা চতুর্থ বারেরম মতো পলাশ উপজেলার শ্রেষ্ঠ কলেজের পুরস্কার পেয়েছে “পলাশ থানা সেন্ট্রাল কলেজ”।
বুধবার (১৬ আগষ্ট) সকালে পলাশ উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমীর হোসেনের হাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
” শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” মুল প্রতিপাদ্যকে সামনে রেখে পলাশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার সহ সাংবাদিক, শিক্ষার্থী ও শিক্ষকগণ।পরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ও শিক্ষার্থীদের ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
এবছর উপজেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে, “জনতা আদর্শ বিদ্যাপীঠ”।
পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ মোঃ আমীর হোসেন গাজী তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় জানান, আমার ঘাম ঝড়ানো পরিশ্রমের ফল আমি পেয়েছি। টানা চতুর্থ বারের মতো কলেজটি শ্রেষ্ঠ পুরস্কার পেল।এবার আমার কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৩৪৪জন।এবারও আশা করি ধারাবাহিকতা বজায় থাকবে।
আগামীদিন সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ হওয়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি। সকলের সহযোগিতা কামনা করছি।