আজ ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশে সুজন’র কমিটি গঠন

নাসিম আজাদ

সুশাসনের জন্য নাগরিক সুজন পলাশ উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার পূর্ব পলাশ মোড় লেটস্ গো রেষ্টুরেন্টে সুজন’র এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সুজন’র নরসিংদী জেলা শাখার সভাপতি ও সম্পাদক’র উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে পলাশ বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামালকে সভাপতি ও দৈনিক অধিকারের পলাশ প্রতিনিধি সাংবাদিক নাসিম আজাদকে সম্পাদক ও বকুল মিয়াকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট সুশাসনের জন্য নাগরিক সুজনের পলাশ উপজেলা কমিটি গঠন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সুজন সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

পলাশ বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা সুজন সম্পাদক সাংবাদিক হলধর দাস, পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান শিপলু।

সাংবাদিক নাসিম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কবি ও সাংবাদিক শাহ বোরহান মেহেদী, পলাশ থানা সেন্ট্রাল কলেজের শিক্ষক মোঃ মেজবাহ উদ্দিন ভূইয়া, শিক্ষক শরীফুল ইসলাম শরীফ, জিয়াউর রহমান বকুল মিয়া, এস এম আজিজুল হক প্রমুখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ