আজ ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশে মেয়র প্রার্থী শরীফুল হকের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাসখবর প্রতিবেদক

নরসিংদীর পলাশে ঘোড়াশাল পৌর নির্বাচনকে সামনে রেখে বর্তমান মেয়র শরীফুল হকের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ১ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর কবির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে খানেপুড় কাউন্সিলর অফিস সংলগ্ন বালুর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোস্তফা সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বর্তমান মেয়র শরীফুল হক, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এস এম সফি।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর কবির হোসেন, পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আনোয়ার হোসেন আনু, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আমিনুল হক ভূইয়া ও অত্র ওয়ার্ডে সর্বস্তরের সাধারণ জনগণ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ