আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পলাশে মহাসড়কে পড়ে থাকা ২ অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

পলাশ প্রতিনিধি

নরসিংদীর পলাশে ঘোড়াশাল-টঙ্গী মহাসড়ক থেকে অজ্ঞাত দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১ টার দিকে মহাসড়কের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী কদমতলা মহল্লা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মৃত কিশোরদের আনুমানিক বয়স ১২ ও ১৪ বছর। তবে তাদের পরিচয় পায়নি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের মাঝে মরদেহ দুটি পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করে পুলিশ।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ- পরিদর্শক জহিরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ দুটির সাথে সড়কে পড়ে থাকা দুর্ঘটনা কবলিত একটি বাইসাইকেলও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তারা দুইজন বাইসাইকেল যোগে সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় ভারী কোন যানবাহন তাদের চাপা দেয় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ