পলাশ প্রতিনিধি
নরসিংদীর পলাশে সুমন সিকদার (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগষ্ট) বেলা ৩ টার দিকে উপজেলার চরসিন্দুর মধ্যপাড়া গ্রামে এ মৃত্যূর ঘটনা ঘটে।
নিহত সুমন চরসিন্দুর মধ্যপাড়া গ্রামের আরমান সিকদারের ছেলে। স্ত্রী ও তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে চরসিন্দুর দেশবন্ধু গ্রুপের দেশবন্ধু পলিমার লিমিটেডে কোয়ালিটি ডিপার্টমেন্টে শ্রমিকের কাজ করতো।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে সুমন বাড়ির পাশের একটি পাট ক্ষেতে কাজ করছিল। ফেরি ফেরি বৃষ্টির মধ্যে হঠাৎ করে প্রচন্ড বজ্রপাত হয়। বজ্রপাতের ফলে সুমনের শরীর জ্বলসে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে