খাসখবর প্রতিবেদক
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর পলাশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগষ্ট) বিকেলে পলাশ বাসস্ট্যান্ডে পলাশ উপজেলা ছাত্রলীগের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পলাশ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শরিফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মাহফুজুল হক টিপু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় ১৫ আগস্টে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও গণভোজ করা হয়।