আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পলাশে চিহ্নিত ডাকাত মোহাম্মদ আলী পাঠান গ্রেফতার

খাসখবর প্রতিবেদক

নরসিংদী পলাশে চিহ্নিত ডাকাত সদস্য মোহাম্মদ আলী পাঠান (৪০)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরসিন্দুরের দক্ষিণ দেওড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মোহাম্মদ আলী পাঠানচর মাহমুদপুর এলাকার মৃত রফিক পাঠানের ছেলে।

পুলিশ জানায়, গত বেশ ক’দিন ধরে ডাকাত মোহাম্মদ আলী পাঠানের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছিল এলাকার মানুষ। সে বিভিন্ন সময় দলবল নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে গোয়াল ঘরের গরু ডাকাতি করে নিয়ে আসতো। আলী পাঠানকে গ্রেফতার করতে পলাশ থানার পুলিশ বিভিন্ন সময় অভিযান চালায় কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে গিয়ে আত্মগোপনে থাকত। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে চরসিন্দুর ইউনিয়নের দক্ষিণ দেওড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে আলী পাঠানকে গ্রেফতার করা হয়। এর আগেও পুলিশের কাছে ধরা খেলে বিভিন্ন সময় তা নাম পরিবর্তন করার কারণে তার নামের ঠিক কয়টি মামলা আছে সঠিক করে বলা যাচ্ছে না। তবে তাকে জিজ্ঞেসাবাদের পর সঠিক তালিকাগুলো পাওয়া যাবে। তার বিরুদ্ধে ডাকাতি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পলাশ থানার উপ-পরিদর্শক আবদুল আল মামুন তার গ্রেফতারের সত‍্যতা নিশ্চিত করে জানান, আলী পাঠান দীর্ঘদিন ধরে পলাশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও গরু চুরির সাথে সম্পৃক্ত রয়েছে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় তিনটি ডাকাতি মামলা ও পলাশ থানায় দু’টি চুরির মামলা রয়েছে। তার দলের অন‍্য সদস্যদেরকে গ্রেফতার করতে অভিযান চলমান থাকবে।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ