আজ ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পথ শিশুদের কোরআন শিক্ষা দান, পুস্তক ও খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নরসিংদীতে পথ শিশুদের  কোরআন শিক্ষা ক্লাস, পুস্তক, ও খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুটি সামাজিক সংগঠন। গত ৪ এপ্রিল ( ২ রমজান) থেকে এই কার্যক্রম শুরু হয়ে তা চলবে পুরো রমজান মাসব্যাপী।

আব্দুল জলিল পাঠাগার ও বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখা নামে এই দুটি সামাজিক সংগঠনের ব্যতিক্রম ধর্মী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকেন এমন ব্যক্তিগণ।

শুক্রবার (১৫ এপ্রিল) ১৩ রমজান এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে কালের কণ্ঠ শুভ সংঘ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও আবেদ টেক্সটাইলে পরিচালক মাহবুবুর রহমান মনির উপস্থিত থেকে সংগঠণ দুটির প্রসংশা করে বলেন, পথ শিশুরা এ সমাজে অবহেলিত। তারা সাধারণ শিক্ষা আলো থেকে অনেকটাই দূরে থাকে। আর আরবি (কোরআন) শিক্ষা তো তাদের জন্য কল্পনাতীত। পবিত্র রমজান মাস উপলক্ষ্যে আব্দুল জলিল পাঠাগার ও বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখা নামে এ সংগঠন দুটির যৌথ উদ্যোগে কোরআন শিক্ষা দান কার্যক্রম  সত্যিই একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ যা প্রশংসার দাবী রাখে। আমি আজ তাদের সাথে সম্পৃক্ত হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

আমি আশা করবো সংগঠন দুটি ভবিষ্যতেও তাদের এমন কার্যক্রম চালিয়ে যাবে। আর তাদের  দিকে আমার সহযোগিতার হাত সদা উন্মুক্ত থাকবে।

আব্দুল জলিল পাঠাগারের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার সভাপতি এম আর হাসান বিন জলিল’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন ভিত্তিক পত্রিকা হলিপেন নিউজ ‘র সম্পাদক ও প্রকাশক মো: সারোয়ার হোসেন খান, আমরা নরসিংদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ।

বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক রাকিব রাসেদ’র সঞ্চলনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বপ্নছায়ার সভাপতি  সোহেল আহমেদ অপু,, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার সহ সভাপতি ইয়াছির সাকিব, যুগ্ম সম্পাদকআব্দুর রহিম খান শাওন ও ফয়সাল আহমেদ।

মাসব্যাপী কোরআর শিক্ষা ক্লাসের পাঠদান কার্যক্রম পরিচালনা করছেন সাইফুল ইসলাম, হাফেজ জিয়াউর রহমান, বাংলাদেশ মধ্যবিত্ত ফাউন্ডেশন, নরসিংদী জেলা শাখার নারী বিষয়ক সম্পাদিকা উম্মে হানী ও উপ নারী বিষয়ক সম্পাদিকা  মৌসুমি আক্তার।

শুক্রবার কোরআন শিক্ষা দান ক্লাস শেষে অতিথিগণ ছোট ছোট ছেলে পথশিশুদের হাতে টি-শার্ট ও মেয়ে পথশিশুদের হিজাব তুলে দেন।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ