খাসখবর প্রতিবেদক
“আর্থিক অসচ্ছলতা’র জন্য কোন মানুষ চিকিৎসা সেবা বঞ্চিত হবেন না” এমন সংকল্প নিয়ে পথচলা শুরু করেছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট নরসিংদী। বুধবার (৮ মার্চ) দুপুরে নরসিংদী সদর রোডে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের শুভ উদ্বোধন উপলক্ষে দোয়া, মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নরসিংদী ইনডিপেনডেন্স কলেজে অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল হোসেন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট নরসিংদী’র মহাসচিব আব্দুল সালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিটান ঐক্য পরিষদের সভাপতি প্রফেসর অহিভূষন চক্রবর্তী, স্বাধীন বাংলার ফুটবল ফেডারেশনের সদস্য বীরমুক্তিযোদ্ধা সুভাষ সাহা, নরসিংদী পৌর মহিলা কাউন্সিল ইয়াছিন সুলতানা, নরসিংদী চেম্বার অব কমার্স এর পরিচালক মো. আল-আমীন রহমান।
হসপিটাল কতৃপক্ষ জানায়, নরসিংদী জেলা শহরে হৃদরোগ ও অন্যান্য বিষয়ে মানসম্পন্ন একটি হসপিটাল।
৬তলা এই ভবনে রয়েছে বহিঃবিভাগ ও জরুরী বিভাগ। এখানে সপ্তাহে ৭দিন হৃদরোগ, ডায়াবেটিক, কিডনী রোগসহ চিকিৎসা সেবা দেওয়া হবে। আর ২৪ ঘন্টা জরুরী সেবা চালু থাকবে।
তারা আরো জানান, আমাদের হসপিটালের রোগীদের প্রতিনিয়ত ফ্রি ঔষধ ও ডায়াবেটিক আক্রান্ত রোগীদেরকে ফ্রি ইনসুলিন প্রদানের ব্যবস্থা থাকবে। স্বল্প টাকায় উন্নত চিকিৎসা দিবেন এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট। যাতে আর কোন রোগীকে ঢাকায় যেতে না হয়।