কামরুজ্জামান
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য তারু মিয়া মেম্বার আর নেই। সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। শনিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে বার্ধক্য জনিত কারণে উপজেলার নিলক্ষা ইউনিয়নের আমিরাবাদ গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
মৃত্যুকালে মহুরমের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৬ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ বহুগ্রাহী রেখে গেছেন।
মরহুম তারু মিয়া মেম্বার ইয়ারটপ ওভারসীজ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুনের পিতা। তিনি স্বাধীনতা পরবর্তী সময়ে নিরক্ষা ইউনিয়ন পরিষদের পর পর দুইবারের নির্বাচিত সদস্য ছিলেন। এছাড়াও তিনি রায়পুরা গণমানুষের নেতা সাত বারের নির্বাচিত সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু’র একনিষ্ঠ রাজনৈতিক সহকর্মী ছিলেন।
নিলক্ষা ইউনিয়নের এই প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুর খবর চার দিকে ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, এলাকাবাসী ও পরিচিতজনরা শেষ দেখা দেখতে মরহুমের গ্রামের বাড়িতে এসে ভীয় জমায়।
মরহুম তারু মিয়া মেম্বারের জামাতা প্রথম শ্রেণি ঠিকাদার মো. জামাল উদ্দিন জানান, রবিবার বেলা ১১ টায় মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণ জানাজা অনুষ্ঠিত হবে । পরে আমিরাবাদ গ্রামের সামাজিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।