আজ ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসে নিয়মিত সাব-রেজিস্ট্রারের যোগদান

খাসখবর প্রতিবেদক

অবশেষে নরসিংদী দলিল লেখকদের কষ্টের অবসান ঘটল। দীর্ঘ ছয় মাস অপেক্ষার পর নরসিংদী সদর সাব-রেজিস্ট্রার হিসেবে যোগ দিলেন এস এম মোস্তাফিজুর রহমান। বুধবার (১৩ জুলাই) তিনি অত্র কার্যালয়ে যোগদেন।

নরসিংদী সদর সাব-রেজিস্ট্রি অফিসে সাব-রেজিস্ট্রার হিসেবে এস এম মোস্তাফিজুর রহমান যোগদান করায় অত্র অফিসের আওতাধীন সকল দলিল লেখকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। পুরো অফিস জুড়ে যেন উৎবের আমেজ।

সদ্য যোগদানকৃত সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি ও নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূঁইয়া, নরসিংদী সদর দলিল লেখক সমিতির, সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন, উপদেষ্টা আতাউর রহমান ভূঁইয়া,আহবায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব মামুন ভূঁইয়া, যুগ্ম আহবায়ক আবদুল্লাহ ইবনে রহিছ মিঠু, সদস্য কবির হোসেন, দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।

এ ছাড়াও এসময় উপস্থিত ছিলেন আল আমিন আপন,নাজমুল হক, মাহফুজ আলম, আপেল মাহমুদ, মুরাদ হোসেন, এম ডি কাজল প্রমূখ।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ