মাজহারুল ইসলাম রাসেল
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে সামনে রেখে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করে ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল। এসময় তিনি তার ব্যক্তিগত পক্ষ থেকে ক্লাবের উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
রবিবার (১ মে) রাতে নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে এ নৈশভোজের আয়োজন করা হয়।
সন্ধ্যার পর পর ক্লাবের সদস্যরা একে একে ক্লাব কার্যালয়ে এসে উপস্থিত হয়। পরে সকলে এই নৈশভোজে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা রিপোটার্স ক্লাবের সভাপতি কামরুল হাসান সোহেল, সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন রাজু, সহ-সভাপতি টুটুল সিকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, দপ্তর সম্পাদক হুমায়ূন কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: শফিউদ্দিন খন্দকার, সাধারণ সদস্য নরসিংদীর খাসখবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন, তৌহিদুল ইসলাম খন্দকার, কাজী রুনা লায়লা, মো: রুবেল মিয়া ও মো: মনির হোসেন ভূঁইয়া প্রমূখ।
পরে ক্লাবে সভাপতি কামরুল হাসান সোহেল তার ব্যক্তিগত পক্ষ থেকে উপস্থিত সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেন।
এর আগে ক্লাবের সার্বিক মঙ্গল ও সাফল্য সেই সাথে সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির।
#