খাসখবর প্রতিবেদক
আজ নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। উৎসব মুখর পরিবেশে বেলা দুইটায় নরসিংদীর মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সম্মেলনকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের একটাই জল্পনা-কল্পনার, কারা হতে যাচ্ছে জেলা আওয়ামীলীগের ভবিষ্যৎ কর্ণধার। এনিয়ে জেলার তৃণমূলের আকাঙ্খার ও প্রত্যাশা যেন কমতি নেই। তৃণমূলের প্রত্যেক নেতাকর্মী তাদের স্ব স্ব নেতাকে প্রত্যাশিত পদে দেখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী কয়েক ঘন্টার মধ্যেই তাদের আশা আকাঙ্ক্ষার সেই প্রতিফলন ঘটবে বলে মনে করছে তারা।
নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, আমদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুল্লাহ ইবনে রইছ মিঠু জানান, নরসিংদী জেলা আওয়ামীলীগ বর্তমানে তাল-বিহীন অবস্থায় চলছে। অভিভাবক থেকেও যেন নেই। দলের মধ্যে গ্রুপিং লবিংয়ের ফলে সাংগঠনিক অবকাঠামোর দিকে খেয়াল না দিয়ে একে অন্যের বিরুদ্ধে কাদা ছড়াছড়িতেই ব্যস্ত
রয়েছে। এ অবস্থায় নরসিংদী জেলা আওয়ামী লীগে সাংগঠনিক ভীত মজবুত করতে একটি দক্ষ ও শক্তিশালী কমিটির কোন বিকল্প নেই বলে আমি মনে করছি।
তিনি বলেন, দক্ষ ও শক্তিশালী কমিটি বলতে আমি মনে করি এর সভাপতি ও সাধারণ সম্পাদককে হতে হবে সাংগঠনিক ব্যক্তি। যাদের দল ও নেতাকর্মীদের পরিচালনার ক্ষেত্রে থাকতে হবে দক্ষতা এবং অভিজ্ঞতা। সেই সাথে হতে হবে ধৈর্য ও সহনশীল।
আমি মনে করি পলাশের মাটি ও মানুষের নেতা নরসিংদীবাসীর আস্থার প্রতিক সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন সভাপতি পদের জন্য তেমনি একজন উপযূক্ত ব্যক্তি। নরসিংদী জেলাবাসীর ও দলীয় নেতাকর্মীদের যে কোন দূর্যোগ মূহুর্তে তিনি নিজ উদ্যোগে এগিয়ে এসেছেন। তিনি তার ধৈর্য, শক্তি ও দক্ষতা দিয়ে জেলাবাসীকে সেই প্রতিকূল অবস্থা থেকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছেন।
আমার মতে নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে কামরুল আশরাফ খান পোটন একজন যোগ্য ব্যক্তি। তার যোগ্যতার সাথে অন্য কারোই তুলনা চলে না। তার যোগ্যতা ও দক্ষতার বিষয়ে তার প্রতি কেন্দ্রীয় নেতাদের আস্থা রয়েছে বলে আমি মনে করি।
তাকে সভাপতির দায়িত্ব দেওয়া হলে তিনি তার যোগ্যতা ও দক্ষতা দিয়ে নরসিংদীতে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক ভীত মজবুত করতে সমর্থ হবেন।
নরসিংদী জেলা আওয়ামী লীগকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করতে তৃণমূল আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে সভাপতি হিসেবে কেন্দ্রীয় নেতারা কামরুল আশরাফ খান পোটনের উপর আস্থা রেখে তার নাম ঘোষনা দিবেন বলে ধারণা করছি। আমার প্রতাশাও তাই। কেননা নরসিংদী জেলা আওয়ামীলীগকে সুসংগঠিত রাখতে আওয়ামীলীগে কামরুল আশরাফ খান পোটনের বিকল্প নেই।