আজ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নরসিংদী আদালত প্রাঙ্গণে বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাষা শহীদ স্মৃতিস্তম্ভের  উদ্বোধন

সাজ্জাত হোসেন সাদ্দাম

নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে  নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও ভাষা শহীদ স্মৃতিস্তম্ভের  উদ্বোধন করা হয়েছে। নরসিংদী পৌরসভার অর্থায়ন ও বাস্তবায়নে ম্যুরাল ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে  এর উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র নূর মোহাম্মদ খন্দকার পারভেজ, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাহ প্রমুখ।

ম্যুরাল ও স্মৃতিস্তম্ভের ডিজাইন করেন  শিল্পী প্রদ্যোত কুমার দাস আর এর নির্মাণ কাজের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোল্লা সাইফুল আলম ও নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু।

     এ ক্যাটাগরীর আরো সংবাদ